ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

শেষ ষোলোতে লিভারপুল-ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
শেষ ষোলোতে লিভারপুল-ম্যানইউ ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপা লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। শেষ ষোলোতে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লড়বে আরেক ফেভারিট লিভারপুল।



ঘরের মাঠে জার্মান ক্লাব অগসবার্গের বিপক্ষে ১-০ গোলের জয়ে ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করে লিভারপুল।

আগামী ১০ মার্চ প্রথম লেগ ও ১৭ মার্চ ফিরতি পর্বের ম্যাচ মাঠে গড়াবে।

এদিকে, ইতালিয়ান লিগে দুর্দান্ত ফর্মে থাকা নাপোলি ইউরোপা লিগের নকআউট পর্ব (রাউন্ড-৩২) থেকেই বিদায় নেয়। দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয়ে শেষ ষোলো নিশ্চিত করে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। তাদের লড়তে হবে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের বিপক্ষে।

এছাড়া, ইউক্রেনের জায়ান্ট দল শাখতার দোনেস্কের মুখোমুখি হবে আন্ডারলেখট। বাসেলের বিপক্ষে লড়বে সেভিয়া। অ্যাতলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া। আর ল্যাজিও খেলবে স্পার্টা প্রাহার বিপক্ষে।

শেষ ষোলোতে ফেনারবাখকে লড়তে হবে ব্রাগার বিপক্ষে। বরুশিয়া ডর্টমুন্ড লড়বে ইংলিশ প্রিমিয়ারের চমক টটেনহ্যামের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।