ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

ডার্বি যুদ্ধে রিয়াল বনাম অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ডার্বি যুদ্ধে রিয়াল বনাম অ্যাতলেটিকো

ঢাকা: সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদ বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ ম্যাচ মানেই অন্যরকম রোমাঞ্চ। আর স্প্যানিশ লিগে ‘এল ক্ল্যাসিকো’র পরে (রিয়াল-বার্সা ম্যাচ) নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল-অ্যাতলেটিকো’র খেলা সবচেয়ে জমজমাট হয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় ডার্বি যুদ্ধে নামছে দুই শক্তিশালী দল।

শনিবার ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে অ্যাতলেটিকোকে আতিথিয়েতা জানাবে রিয়াল। বাংলাদেশ সময় রাত নয়টায় ম্যাচটি সরাসরি টেলিভিশনের পর্দায় দেখা যাবে। এ ম্যাচ জিতে শিরোপার দৌড়ে এখনও টিকে থাকতে পারে যেকোনো একটি দল ।  

বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে ২৫ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রিয়াল। তবে শীর্ষে থাকা বার্সেলোনা থেকে নয় পয়েন্ট (৬৩ পয়েন্ট) পিছিয়ে রয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। অন্যদিকে সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয়স্থানে অ্যাতলেটিকো।

এ ম্যাচের আগে সতর্ক থাকতে হচ্ছে লা লিগার সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন রিয়ালকে। কারণ লিগে দু’দলের প্রথম লেগের খেলায় ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে ১-১ গোলে ক্রিস্টিয়ানো রোনালদোদের রুখে দিয়েছিলো দিয়েগো সিমিওনের শিষ্যরা।

রিয়ালের হয়ে এ ম্যাচে ইনজুরির কারণে থাকছেন না গ্যারেথ বেল ও পেপে। তবে সুস্থ হয়ে ফিরছেন স্ট্রাইকার করিম বেনজেমা। কিন্তু অনিশ্চয়তা রয়েছে মার্সেলোকে নিয়ে। এদিকে অ্যাতলেটিকোর হয়ে ইনজুরির কারণে থাকছেন না ইয়ান্নিক ফেরেইরা ক্যারাসকো ও থিয়াগো। ম্যাচে নিশ্চিত নন স্টেফান সেভিক। তবে ফিরছেন থমাস পার্টি।

গ্যালাকটিকোরা নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতে জয় পেয়েছে। ড্র করেছে একটিতে। অন্যদিকে অ্যাতলেটিকো দুই জয়ের সমান ড্র করেছে দুটিতে। আর হেরেছে একটি ম্যাচে।

দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে এগিয়ে নেই কেউই। দু’দলই জিতেছে একটি করে ম্যাচে। বাকি তিন ম্যাচ ড্র হয়।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।