ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

প্রতিশোধের স্বপ্নে আত্মবিশ্বাসী চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
প্রতিশোধের স্বপ্নে আত্মবিশ্বাসী চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে শুরু থেকে কি বাজে পারফর্মটাই না করলো চেলসি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও একের পর এক হার দেখতে হয় দলটিকে।

যার ফলশ্রুতিতে বরখাস্তও হতে হয় কোচ হোসে মোরিনহোকে। তবে নতুন কোচ গ্যাস হিদিঙ্কের অধীনে মোটামুটি ঘুরেই দাঁড়িয়েছে ব্লুজরা।

লিগে চেলসির এখনও অবস্থান ১২তে। এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্লুজরা শনিবার (২৭ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে সাউদাম্পটনের বিপক্ষে। যাদের অবস্থান ছয়। বাংলাদেশ সময় রাত নয়টায় ঘরের মাঠ সেন্ট ম্যারি স্টেডিয়ামে চেলসিকে আতিথিয়েতা জানাবে দলটি।

লিগের প্রথম লেগে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছিলো সাউদাম্পটন। তাই জন টেরিদের জন্য এ ম্যাচটি প্রতিশোধের ম্যাচ হয়ে থাকছে।

চেলসি লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে শক্তিশালী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৫-১ গোলে জিতে নিজেদের পুরোনো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আর নিজেদের শেষ কয়েকটি ম্যাচে ভালো জয় না পেলেও, খুব একটা হারের মুখ দেখতে হয়নি তাদের। তাই আজকের ম্যাচে ছেড়ে কথা বলবে না স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

সাউদাম্পটন অবশ্য দারুণ ফর্মে রয়েছে। নিজেদের সর্বশেষ পাঁচ খেলায় একটিতেও হারেনি। চারটি জয়ের বিপরীতে ড্র করেছে একটিতে। আর চেলসি দুই জয়ের বিপরীতে ড্র করেছে একটি ম্যাচে। বাকি ম্যাচটি হেরেছে।

দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে চেলসি জিতেছে দুটিতে। আর হেরেছে একটিতে। বাকি দুটি ম্যাচ ড্র হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।