ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

কোর্টে ফিরছেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
কোর্টে ফিরছেন ফেদেরার ছবি: সংগৃহীত

ঢাকা: হাঁটুর অস্ত্রোপচার সেরে টেনিস দুনিয়ায় আবারও ফিরতে মরিয়া রজার ফেদেরার। আগামী এক মাসের মধ্যেই ফিরতে পারেন সাবেক নাম্বার ওয়ান তারকা।

বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জোকোভিচের বিপক্ষে সেমিফাইনালে হারের পর ইনজুরিতে পড়েন তিনি।

আগামী মাসে ইন্ডিয়ান ওয়েলস অথবা মিয়ামিতে ফেরার আশা প্রকাশ করেছেন সুইস তারকা ফেদেরার। এছাড়া, এপ্রিলে অনুষ্ঠিত মন্টে কার্লো ওপেনে খেলবেন বলে জানিয়েছেন ১৭বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা।

এবার অবশ্য ফেদেরার সমর্থকদের মাঝে নিজেকে নতুন ভাবে চেনাতে চান। আর মাঠে ফিরেই ভালো কিছু উপহার দিতে চান ভক্তদের। এরই মাঝে পুনর্বাসন শেষে জিম ও অনুশীলনে দারুণ ভাবে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।