ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

আর্সেনালের গোল খরায় চিন্তিত ওয়েঙ্গার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
আর্সেনালের গোল খরায় চিন্তিত ওয়েঙ্গার ছবি : সংগৃহীত

ঢাকা: ভালো অবস্থা থেকে হঠাৎই অফ-ফর্মে চলে এলো আর্সেনাল। নিজেদের যেন ফিরেই পাচ্ছে না দলটি।

সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রক্ষণাত্মক খেলেও ২-০ গোলের হার। পাশাপাশি গোল খরায় ভুগছে দলের স্ট্রাইকাররা। তাই এমন সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছেন কোচ আর্সেন ওয়েঙ্গার।

ইংলিশ জায়ান্টরা নিজেদের সর্বশেষ আট ম্যাচে মাত্র ছয়টি গোল করেছে। গত জানুয়ারিতে লিভারপুলের বিপক্ষে ৩-৩ গোলের ড্রয়ের পর আট ম্যাচের পাঁচটিতে গোলশূন্য ছিলো গানাররা।

এই আট ম্যাচের কোনটিতেই গোল করতে পারেননি দলের তারকা স্ট্রাইকার অলিভার জিরুদ। অন্যদিকে থিও ওয়ালকট ও অ্যালেক্সিস সানচেজ করেছেন দুটি করে গোল।

ওয়েঙ্গার মনে করেন দলের ফুটবলাররা আবারও বিপক্ষ দলের জালের ঠিকানা খুঁজে পাবেন। পাশাপাশি ২০১৪-১৫ মৌসুমে দলটির সর্বোচ্চ গোলদাতা সানচেজকে সতীর্থরা আরও সাহায্য করবেন।

চ্যাম্পিয়ন্স লিগের চলমান আসরের শেষ ষোলোর প্রথম লেগে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে মাঠে নামে আর্সেনাল। মেসির জোড়া গোলের সুবাদে জয় পায় বার্সা। নিজেদের মাঠে কাতালানদের বিপক্ষে ২-০ গোলে হারে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।