ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

মাহরেজকে আটকাবে না কিং পাওয়াররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
মাহরেজকে আটকাবে না কিং পাওয়াররা ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমের চমক জাগানিয়া দল লিচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক ম্যাচ জিতে চলা দলটিকে প্রায় প্রতিটি ম্যাচেই গোল পাইয়ে দিচ্ছেন আলজেরিয়ার তারকা রিয়াদ মাহরেজ।

আলজেরিয়ান এই তারকার দিকে দৃষ্টি রেখেছে ইউরোপিয়ান জায়ান্ট দলগুলো।

চলতি মৌসুমে লিগের ২৫ ম্যাচে মাহরেজ গোল করেছেন ১৪টি। কিং পাওয়ার স্টেডিয়ামের এই তারকাকে পেতে ইতোমধ্যেই স্পেনের সফলতম দল রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা চেষ্টা শুরু করেছে। আর লিচেস্টারকে ছেড়ে যেতে চাইলে ‘কিং পাওয়ার’ খ্যাত ক্লাবটি থেকে কোনো বাধা দেওয়া হবে না মাহরেজকে-এমনটি নিশ্চিত করেছেন ক্লাবটির কোচ ক্লদিয়ো রেনেইরি।

এ প্রসঙ্গে লিচেস্টারের কোচ জানান, চলতি মৌসুমে দুর্দান্ত খেলে চলেছে মাহরেজ। আমরা চাইবো পরের মৌসুমেও দলের প্রতিটি ফুটবলার আমাদের সঙ্গে থাকবে। কিন্তু, কোনো ফুটবলার এসে যদি আমাকে বলে ‘কোচ আমি অমুক দলে খেলতে যেতে চাই। এটা আমার ক্যারিয়ারের অন্যতম মূল লক্ষ্য’। আমি তাকে বলবো ‘যাও, নিজের খেলা উপভোগ করো। তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি’।

রেনেইরি আরও যোগ করে বলেন, আমি শুধুমাত্র সেই ফুটবলারদের চাই যারা পরের মৌসুমে লিচেস্টারের হয়ে খেলতে পেরে নিজেকে খুশি রাখতে পারবে। খুব শিগগিরই আমি ক্লাবের সেসব ফুটবলারকে নিয়ে দুর্দান্ত একটি দল গড়তে চাই। তবে, বার্সা বা রিয়ালের মতো এতো বড় কোনো ক্লাব হতে আমাদের আরও সময় লাগবে।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার নজড় কেড়েছেন মাহরেজ। খুব শিগগিরই মেসি-নেইমার-সুয়ারেজদের পাশে তাকে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। মাহরেজের দুর্দান্ত নৈপুণ্যে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসি, লিভারপুলের মতো দলকে পেছনে ফেলে ইংলিশ লিগের শীর্ষস্থান ধরে রেখেছে লিচেস্টার সিটি।

আলজেরিয়ান ২৫ বছর বয়সী উইঙ্গার মাহরেজকে নিয়ে ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে ক্যাম্প ন্যুতে-এমন দাবী ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের। তারা সংবাদ প্রকাশ করে, কাতালানদের কোচ লুইস এনরিক মাহরেজকে নিজের দলে ভেড়াতে চান।

এদিকে, রেনেইরির লিচেস্টার মাহরেজের সঙ্গে আরও চার বছরের চুক্তি সম্পন্ন করতে আগ্রহী। মিরর জানায়, স্প্যানিশ ক্লাব বার্সা যদি মাহরেজকে দলে ভেড়াতে ইচ্ছা প্রকাশ করে, তবে আলজেরিয়ান তারকা এ উইঙ্গারকে ধরে রাখা কঠিন হয়ে পড়বে লিচেস্টারের জন্য।

মাহরেজ প্রসঙ্গে গুরু রেনেইরির মন্তব্য, আমি যদি তার জায়গায় থাকতাম তবে, নিজের মনের কথাই শুনতাম। কারণ বুঝতে পারতাম বিশ্বের সেরা দলগুলো আমার দিকে তাকিয়ে আছে। আমাকে আরও ভালো করতে হবে সেরাদের সেরা দলটির হয়ে খেলার জন্য।

গত বছর আলজেরিয়ান ব্যালন ডি অর জয়ী মাহরেজের অ্যাসিস্ট থেকে দল ১৪টি গোলের দেখা পেয়েছে। ২০১৩ সালে লিচেস্টারে নাম লেখানো মাহরেজ ১৯ ম্যাচ খেলে গোল করেন মাত্র তিনটি। পরের মৌসুমে ৩২ ম্যাচ থেকে গোলের দেখা পান চারবার। তবে, এ মৌসুমে দুর্দান্ত খেলার ফলস্বরূপ পেতে পারেন পরের মৌসুমে বার্সা বা রিয়ালে খেলার সুযোগ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।