ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

শীর্ষস্থান ধরে রাখলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
শীর্ষস্থান ধরে রাখলো জুভেন্টাস ছবি : সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান সিরিআ লিগে আটলান্টার বিপক্ষে ২-০ গোলে জিতে শীর্ষস্থান ধরে রাখলো জুভেন্টাস। দলের হয়ে একটি করে গোল করেন আন্দ্রেয়া ব্রাজাগলি ও মারিও লেমিনা।



রোববার আটলান্টার ঘরের মাঠ স্তাদিও অ্যাটলেটি আজ্জুরি ডি’এলটালিয়ায় আতিথিয়েতা নিতে যায় ম্যাসিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। আর খেলার শুরু থেকেই দারুণ আধিপত্য বিস্তার করে জয় ছিনিয়ে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিন ম্যাচের ২৪ মিনিটে ব্রাজাগলি গোল করে দলকে লিড পাইয়ে দেন। আর ম্যাচের শেষ দিকে (৮৬ মিনিট) লেমিনা গোল করলে ২-০ গোলে জয় নিশ্চিত হয় দলটির।

এ জয়ের ফলে ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই অবস্থান করছে জুভেন্টাস। আর সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নাপোলি।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ০৭ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।