ঢাকা: লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-১ গোলের দারুণ এক জয় তুলে নিল অ্যাতলেটিকো মাদ্রিদ। দলের হয়ে একটি করে গোল করেন অ্যান্তোনিও গ্রিজম্যান, ফার্নান্দো তোরেস ও ইয়ানিক ফেরেইরা কারাসকো।
রোববার বাংলাদেশ সময় মধ্যরাতে স্তাদিও দি মেস্তালায় আতিথিয়েতা নিতে যায় অ্যাতলেটিকো। আর ম্যাচে দারুণ আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় দিয়েগো সিমিওনের শিষ্যরা।
এদিন খেলার ২৪ মিনিটে গ্রিজম্যানের গোলে লিড পায় অ্যাতলেটিকো। তবে চার মিনিট পরেই চেরিশেভের গোলে ম্যাচে ফিরে ভ্যালেন্সিয়া। আর ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দু’দল।
বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় অ্যাতলেটিকো। এরই সুবাদে ম্যাচের ৭২ মিনিটে অভিজ্ঞ তোরেস গোল করে দলের হয়ে আবারও লিড নেন। আর ৮৫ মিনিটে কারাসকো গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিমিওনের শিষ্যরা।
এ জয়ের ফলে ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট লিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানেই রইল অ্যাতলেটিকো। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।
বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ০৭ মার্চ, ২০১৬
এমএমএস