ঢাকা: ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারছেন না কাকা। তার পরিবর্তে ব্রাজিল দলে ডাক পেয়েছেন লিভারপুল তারকা রবার্তো ফিরমিনো।
অনুশীলনের সময় উরূতে চোট পান কাকা। যার কারণে মেজর লিগ সকারে (এমএলএস) রিয়াল সেলের বিপক্ষে অরলান্ডো সিটির সবশেষ ম্যাচটি (২-২) মিস করেন ব্রাজিলিয়ান অভিজ্ঞ মিডফিল্ডার।
অল রেডসদের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ফিরমিনো জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন। ২০১৫-১৬ মৌসুমে ক্লাবের সর্বোচ্চ গোলস্কোরার ২৪ বছর বয়সী এ মিডফিল্ডার। লিভারপুলের জার্সি গায়ে এখন পর্যন্ত ২৫ ম্যাচে ৮টি গোল করেছেন।
চলতি মাসের শেষদিকে কাকাকে ছাড়াই উরুগুয়ে (২৬ মার্চ) ও প্যারাগুয়ের (৩০ মার্চ) মুখোমুখি হবে সেলেকাওরা। বাংলাদেশ সময় অনুযায়ী যথাক্রমে সকাল পৌনে ৭টা ও পৌনে ৬টায় ম্যাচ দু’টি শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
আরএম