ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মেসি-রোনালদোর তুলনায় খুন হলো এক ভক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
মেসি-রোনালদোর তুলনায় খুন হলো এক ভক্ত ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি

ঢাকা: বিশ্ব ফুটবলে সেরা কে লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো? এমন প্রশ্ন বর্তমানে খুব স্বাভাবিক হলেও, এবার দুই তারকাকে নিয়ে বিতর্কের পর খুন হলেন এক ভক্ত। ভারতের মুম্বাইয়ে এমন ঘটনার খবর পাওয়া যায়।



স্থানীয় পুলিশ জানায়, এরা দুজনেই ছিলেন নাইজেরিয়ান নাগরিক। তবে মেসি ও রোনালদোকে নিয়ে আলোচনার সঙ্গে ঝগড়া করে এক বন্ধু আরেক বন্ধুকে কাঁচের আঘাতে খুন করে বসেন।

পুলিশ ইন্সপেক্টর কিরান কাবাডিয়া খুনের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করেন ২১ বছর বয়সী মাইকেল চুকউয়ামাকে। তিনি তার বন্ধু ৩৪ বছর বয়সী ওবিনা দুরুমচুকউয়াকে হত্যা করেন।

গত শনিবার রাতে দুরুমচুকউয়ার জন্মদিনের অনুষ্ঠানে দুই বন্ধুই ছিলেন। তবে পরের দিন সকালে তারা মেসি ও রোনালদোকে নিয়ে বাক-বিতান্ডা শুরু করেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে দুরুমচুকউয়া কাঁচের গ্লাস ছুড়ে মারেন রোনালদো ভক্ত মাইকেলের দিকে। তবে সেটি দেওয়ালে গিয়ে লাগলে ভেঙে যায় আর টুকরো অংশটি দিয়ে মেসি ভক্ত দুরুমচুকউয়ার গলায় আঘাত করেন মাইকেল। মৃত্যু হয় দুরুমচুকউয়ার।

এ ব্যাপারে পুলিশ জানায়, অতিরিক্ত রক্ত ক্ষরনের কারণে মৃত্যু হয় দুরুমচুকউয়ার।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।