ঢাকা: বার্সেলোনায় লিওনেল মেসি ও নেইমারের সঙ্গে খেলার স্বপ্নে বিভোর ফ্রান্সের উসমান ডেম্বেলে। ফ্রেঞ্চ লিগে রেনেসের হয়ে চলতি মৌসুমে ১৭ ম্যাচে ৯ গোল করে ইউরোপিয়ান জায়ান্টদের নজর কেড়েছেন ১৮ বছর বয়সী এ তরুণ স্ট্রাইকার।
জানা যায়, ডেম্বেলের প্রতিভা দেখতে ইতোমধ্যেই নাকি প্রতিনিধি পাঠিয়েছে বার্সা। তবে কী অদূর ভবিষ্যতে তিনি ন্যু ক্যাম্পে উড়াল দেবেন? শুধু কী বার্সা? চেলসি, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ ও লিভারপুলের মতো প্রতিষ্ঠিত ক্লাবগুলোও ডেম্বেলের পারফরম্যান্সে নিজেদের পছন্দের দিকটি প্রকাশ করেছে।
ন্যু ক্যাম্পে গিয়ে মেসি-নেইমারের সঙ্গে খেলার সুযোগ পেলে রোমাঞ্চিত হবেন বলেই নিজের অভিমত প্রকাশ করেন ডেম্বেলে। তবে শেষ পর্যন্ত তার স্বপ্ন পূরণ হবে কিনা তা সময়েই বলে দেবে। এক সাক্ষাৎকারে ডেম্বেলে বলেন, ‘বার্সেলোনার হয়ে খেলতে পারাটা হবে স্বপ্নের মতো। স্প্যানিশ লিগ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। জার্মান লিগও আমি পছন্দ করি। এটি খুবই আক্রমণাত্মক। ’
উদীয়মান এ স্ট্রাইকার যোগ করেন, ‘আমি নেইমার ও মেসির দ্বারা অনুপ্রাণিত। তারা দু’জনই গ্রেট খেলোয়াড়। আমি তাদের খেলার ধরন অনুকরণ করার চেষ্টা করি এবং অনুশীলনে তারা যা করে তা নিজেও করি। ’
রেনেসের হয়ে চলতি মৌসুমেই প্রতিযোগিতামূলক ক্লাব ফুটবলে পা রাখেন ডেম্বেলে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
আরএম