ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

কোয়ার্টারে স্প্যানিশ জায়ান্ট রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
কোয়ার্টারে স্প্যানিশ জায়ান্ট রিয়াল

ঢাকা: ইউরোপ সেরার লড়াইয়ে সঠিক পথেই এগুচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ইতালিয়ান জায়ান্ট দল রোমাকে ২-০ গোলে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দলটি।

ফলে, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করলো জিনেদিন জিদানের শিষ্যরা।

স্প্যানিশ লা লিগা, কোপা দেল রে’র মতো বড় আসর থেকে প্রায় ছিটকে পড়া রিয়াল ঘরের মাঠে রোমাকে আতিথ্য দেয়। প্রথম লেগের ম্যাচে রোমার মাঠে ২-০ গোলে জিতেছিল সান্তিয়াগো বার্নাব্যুর দলটি। ফিরতি লেগে ২-০ গোলে জেতার ফলে ৪-০ গোলের অ্যাগ্রিগেটে শেষ আটের টিকিট কাটলো রিয়াল।

রিয়ালের হয়ে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো, জেমস রদ্রিগেজ। ম্যাচের শুরুর একাদশে জিদান মাঠে নামান কেইলর নাভাস, দানিলো, পেপে, সার্জিও রামোস, মার্সেলো, ক্যাসেমিরো, টনি ক্রুস, লুকা মদ্রিচ, জেমস রদ্রিগেজ, গ্যারেথ বেল আর রোনালদোকে। অপরদিকে, রোমার একাদশ সাজানো ছিল ফ্লোরেঞ্জি, প্যাজনিক, জেকোদের মতো তারকাদের নিয়ে।

ঘরের মাঠে রিয়ালকে গোলের দেখা পেতে এক ঘণ্টারও বেশি সময় নিতে হয়। খেলার ১৩তম মিনিটে রোনালদোর দুর্দান্ত একটি শট গোলবারের উপর দিয়ে চলে যায়। ৩৫তম মিনিটে রোনালদোর পাস থেকে গোল আদায় করে নিতে ব্যর্থ হন ক্রুস। বিরতির আগে গোল পায়নি স্বাগতিক রিয়াল।

বিরতির পর আকস্মিক ভাবেই রিয়ালকে চেপে ধরে আতিথ্য নেওয়া রোমা। গোলের একাধিক সুযোগও তৈরি করে ইতালিয়ান জায়ান্টরা। তবে, ৬৪ মিনিটে উল্টো গোল হজম করতে হয় রোমাকে। বেলের জায়গায় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা লুকাস ভারকুয়েজের অ্যাসিস্ট থেকে দলকে প্রথম গোল পাইয়ে দেন পর্তুগিজ তারকা রোনালদো। ফলে, ১-০তে লিড নেয় লা গ্যালাকটিকোরা।

৬৮তম মিনিটে রিয়াল দ্বিতীয় গোলের দেখা পায়। ঘরের মাঠে দলকে দ্বিতীয় গোলটি পাইয়ে দেন জেমস রদ্রিগেজ। রোনালদোর বানিয়ে দেওয়া বলে গোল আদায় করেন তিনি। ফলে, ২-০ গোলে এগিয়ে যায় জিদানের শিষ্যরা।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ইতালিয়ান সেরাদের কাঁদিয়ে এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে উঠে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, ০৯ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।