ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শেষ আটে এ পা দিয়ে রাখল লিভারপুল। নিজেদের মাঠে পুরো ম্যাচজুড়েই ম্যানইউর রক্ষণভাগকে ব্যস্ত রাখেন কুতিনহো-ফিরমিনো-স্টারিজরা।
ম্যানইউর সামনে এবার ওল্ড ট্রাফোর্ডে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। আগামী ১৭ মার্চ (বৃহস্পতিবার) নকআউট পর্বের (শেষ ষোলো) দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা পাঁচ মিনিটে।
অ্যানফিল্ডে খেলা শুরুর ২০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে লিভারপুলকে লিড এনে দেন ইংলিশ তারকা ড্যানিয়েল স্টারিজ। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে অল রেডসদের হয়ে ব্যবধান দ্বিগুন করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রবার্তো ফিরমিনো। নির্ধারিত সময় শেষে ভিজিটরদের হতাশার বিপরীতে প্রত্যাশিত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন ইয়োর্গেন ক্লপের শিষ্যরা। ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারেননি ওয়েইন রুনি।
লুইস ফন গাল ডি গিয়ার কাছে ঋণী থাকতেই পারেন। স্প্যানিশ গোলরক্ষকের সেভগুলোর কল্যাণেই তো ম্যানইউর কোয়ার্টারে উঠার স্বপ্নটা এখনো টিকে রইলো! বল দখলের লড়াইয়ে কাছাকাছি থাকলেও আক্রমণাত্মক ফুটবলে স্বাগতিকদের ধারাকাছেও ছিল না ফন গালের শিষ্যরা। পাঁচটি প্রচেষ্টায় তারা লিভারপুলের গোলমুখে মাত্র একটি শট নেয়।
অন্যান্য ম্যাচের মধ্যে ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে অ্যাথলেতিক বিলবাও, ল্যাজিওর সঙ্গে ১-১ গোলে স্পার্তা প্রাহা ও বায়ার লেভারকুসেনকে ২-০ গোলে হারায় স্বাগতিক ভিয়ারিয়াল।
বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
আরএম