ঢাকা: স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাবেক কোচ রাফায়েল বেনিতেজকে আবারো কোচিং ভূমিকায় দেখা যাবে। ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেডে যোগ দিচ্ছেন রাফা।
স্টিভ ম্যাকলারেনের স্থলাভিষিক্ত হচ্ছেন বেনিতেজ। নিউক্যাসল ম্যাকলারেনের অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ২৮ ম্যাচে মাত্র ছয়টিতে জয় পায়। এরপরই ক্লাব কর্তৃপক্ষ বেনিতেজের সঙ্গে যোগাযোগ শুরু করে।
নিউক্যাসল এ মুহূর্তে ২৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগে অবনমন অঞ্চলে রয়েছে।
রিয়ালের সাবেক কোচ বেনিতেজ নতুন দায়িত্বকে বেশ চ্যালেঞ্জের সঙ্গে নিচ্ছেন। তিনি জানান, ইংলিশ বিখ্যাত ক্লাবটির দায়িত্ব পাওয়ায় আমি খুশি। এটা আমার জন্য নতুন একটি চ্যালেঞ্জ। শুধু আমার জন্যই চ্যালেঞ্জের না, ভালো খেলার জন্য দলের প্রতিটি কোচিং স্টাফ, খেলোয়াড় আর সমর্থকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও যোগ করেন, আমাদের সকলকে একই দিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে। সমর্থকদের কাছ থেকে আরও বেশি সমর্থন চাই।
ইংলিশ প্রিমিয়ার লিগে এর আগেও কোচ হিসিবে কাজ করেছেন বেনিতেজ। ২০০৪ থেকে ২০১০ পর্যন্ত ছিলেন লিভারপুলের দায়িত্বে। ২০১২-১৩ মৌসুমে চেলসির অন্তবর্তীকালীন কোচ হিসেবে কাজ করেছেন এই স্প্যানিয়ার্ড। ভ্যালেন্সিয়া, ইন্টার মিলান, নাপোলিকে কোচিং করানো বেনিতেজ সবশেষ রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু, দলের খারাপ পারফরমেন্সের কারণে সাত মাস পরই তাকে বরখাস্ত হতে হয়।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ১২ মার্চ ২০১৬
এমআর