ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

দুরন্ত বার্সার প্রতিপক্ষ গেটাফে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
দুরন্ত বার্সার প্রতিপক্ষ গেটাফে

ঢাকা: শিরোপা ধরে রাখার মিশনে লা লিগার চলতি মৌসুমে উড়তে থাকা বার্সেলোনার সামনে এবার অপেক্ষাকৃত দুর্বল গেটাফে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কাতালানদের মাঠ ক্যাম্প ন্যু’তে আতিথ্য নেবে গেটাফে।



শনিবার (১২ মার্চ) বার্সার মাঠে ম্যাচটি বাংলাদেশ সময় রাত নয়টায় অনুষ্ঠিত হবে।

এ মৌসুমে মেজর সব শিরোপায় চোখ রাখা বার্সা টানা ৩৬ ম্যাচে অপরাজিত। লুইস এনরিকের শিষ্যরা লা লিগায় নিজেদের মাঠে টানা ২১ ম্যাচে অপরাজিত। নিজেদের রেকর্ডটাকে আরও বাড়িয়ে নিতে ঘরের মাঠে আরও একটি জয়ই চায় মেসি-নেইমার-সুয়ারেজরা।

বার্সার গত ম্যাচে দলে না থাকা নেইবার আবারো মূল একাদশের হয়ে মাঠে নামবেন। পাঁচটি হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া নেইমার সবশেষ ম্যাচে এইবারের বিপক্ষে খেলতে পারেননি।

সাম্প্রতিক পারফর্মের দিক দিয়ে এগিয়ে থাকা বার্সা পরিসংখ্যানেও গেটাফের বিপক্ষে অনেক এগিয়ে। গেটাফের বিপক্ষে নিজেদের মাটিতে সবশেষ ১১ ম্যাচের আটটিতেই জিতেছে কাতালানরা, ড্র করেছে বাকি তিনটি ম্যাচে। নিজেদের সবশেষ ৫ ম্যাচের পাঁচটিতেই জিতেছে বার্সা। অপরদিকে, নিজেদের সবশেষ ৫ ম্যাচের চারটিতেই হেরেছে গেটাফে, বাকি ম্যাচটি ড্র করে।

দুই দলের মুখোমুখি সবশেষ ৫ ম্যাচের তিনটিতে জয় তুলে নেয় কাতালানরা। গেটাফে কোনো ম্যাচ না জিতলেও বাকি দুটি ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ১২ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।