ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

শারাপোভাকে নিষিদ্ধের দাবী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
শারাপোভাকে নিষিদ্ধের দাবী ছবি: সংগৃহীত

ঢাকা: নিষিদ্ধ মেলডোনিয়াম ড্রাগ নেওয়ার কারণে নিষিদ্ধ হতে হচ্ছে মারিয়া শারাপোভাকে। সমালোচিত এ ঘটনার নিন্দা জানাতে টেনিসের মহাতারকা রাফাফেল নাদালের পর এবার মুখ খুললেন বিশ্বের দুই নম্বর তারকা অ্যান্ডি মারে।

গত অস্ট্রেলিয়ান ওপেনে ড্রাগ টেস্টে ব্যর্থ শারাপোভাকে টেনিস থেকে নিষিদ্ধ করার দাবী জানান তিনি।

আন্তর্জাতিক টেনিস ফেডারেশন আইটিএফ জানিয়েছে, আগামী ১২ মার্চ থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হচ্ছেন শারাপোভা।

রাশিয়ান টেনিস তারকা প্রসঙ্গে মারে বলেন, এটা কোনো শাস্তির বিষয় নয়। যে জিনিসটা টেনিসের মতো খেলাকে কলুষিত করে, সেটা গ্রহণ অবশ্যই ভুল। আর শারাপোভা সেই ভুলটিই করেছে। তাকে টেনিস থেকে নিষিদ্ধ করাই উত্তম হবে। সে পারফরমেন্স বর্ধক ড্রাগ নিয়েছে, এটা পরিষ্কার। সেটা ভুল করেই হোক আর অনিচ্ছাকৃতই হোক এর মানে সে টেনিসের যথাযথ নিয়ম মানেনি।

শারাপোভা সম্প্রতি সংবাদ সম্মেলন করে জানান, শারীরিক অসুস্থতার জন্য গত দশ বছর তিনি মেলডোনিয়াম নামক ড্রাগ নিতেন। কিন্তু ২০১৫ সালের শুরু থেকে সেই ড্রাগ নিষিদ্ধ করা হয়। যেটার সম্বন্ধে জানতেন না সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন। ফলে পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে আপাতত টেনিসের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়।

গত ২২ ডিসেম্বর বিশ্ব ডোপবিরোধী সংস্থা ডব্লুএডিএ এক মেইলে নিষিদ্ধ ড্রাগের হালনাগাদ তালিকা সবার কাছে পাঠায়। শারাপোভা আরও জানান, মেলডোনিয়াম নামের ড্রাগটি ২০১৫ সালে এটি নিষিদ্ধ করা হয় যা তাকে মেইলের মাধ্যমে জানানো হয়েছিল। কিন্তু, তিনি সেই মেইলটি পড়েননি। তাই ভুলবশত ড্রাগটি নিতে থাকেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ১২ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।