ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

রোনালদিনহো থেকেও সেরা হবেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
রোনালদিনহো থেকেও সেরা হবেন নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের সর্বশেষ গ্রেট ফুটবলার হিসেবে ধরা হয় রোনালদিনহোকে। মধ্যমাঠে খেলা এ তারকা নিজের ফুটবল শৈলী দিয়ে সমর্থকদের মন ভরিয়ে রেখেছিলেন।

তবে রোনালদিনহো থেকেও নেইমার তার ক্যারিয়ারে বেশি সাফল্য পাবেন বলে মনে করেন দেশটির সাবেক কিংবদন্তি তোস্তাও।

জাতীয় দল ব্রাজিলের হয়ে ৫০টির বেশি ম্যাচ খেলা তোস্তাও সেলেকাওদের হয়ে ১৯৭০ বিশ্বকাপ জেতেন। আর তিনি বিশ্বাস করেন বর্তমানে বার্সেলোনা স্ট্রাইকার খুব দ্রুতই রোনালদিনহো থেকে নিজেকে সেরা হিসেবে তৈরি করবেন।

তোস্তাও বলেন, ‘কোন সন্দেহ নেই রোনালদিনহো থেকে নেইমার সেরা। কারণ সে পরিপূর্ণ একজন ফুটবলার। ’

তিনি আরও বলেন, ‘রোনালদিনহো বার্সা তিনটি বছর ভালো কাঁটিয়েছে। মেসির কথা আলাদা, সে গত ১০ বছর ধরে খেলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তবে নেইমার দারুণ প্রতিভাবান। ’

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।