ঢাকা: চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হয়েছে বেরাইদ একাদশ (লাল)। শনিবার (১২ মার্চ) বিকেলে রাজধানির বেরাইদ আলহাজ্ব এ.কে.এম রহমতউল্লাহ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ডুমনির সিবি স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
বেরাইদ একাদশের হয়ে একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান খেলোয়াড় সামসি। ম্যাচের ৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে চমৎকার কিকে গোল পান সামসি। এর পর আক্রমণ-পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা এগোলেও নির্ধারিত সময়ে আর গোল পায়নি কোনো দলই। ম্যাচের শেষ দিকে সিবি স্পোর্টিং ক্লাবের এলিটা দারুণ একটি আক্রমণ রচনা করলেও বেরাইদ একাদশের গোলরক্ষকের দুর্দান্ত প্রচেষ্টা সেটি ব্যর্থ হয়। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় সিবি স্পোর্টিং ক্লাবকে। ম্যাচসেরা হয়েছেন জয়সূচক গোল করা সামসি।
ফাইনাল ম্যাচ দেখতে প্রচুর দর্শকের সমাগম ঘটে আলহাজ্ব এ.কে.এম রহমতউল্লাহ স্টেডিয়াম ও তার আশেপাশে। বাড়ির, ছাদ ও বাড়ান্দায় দাঁড়িয়ে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন প্রায় ১০ হাজার দর্শক। ফাইনালে দুটি দলেই প্রিমিয়ার লিগের ফুটবলার ও বেশ কিছু নাইজেরিয়ান ফুটবলার অংশ নেন। মাঠে দু’দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে দর্শকদের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠে ফাইনাল ম্যাচটি।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: জাহাঙ্গীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্ম সচিব এম খালিদ মাহমুদ, ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভলপমেন্ট (প্রা:) লিমিটেড এর ফাইন্যান্স বিভাগের নির্বাহী পরিচালক (ইডি) ইমরুল হাসান, জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার নাজমুল আলম ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ প্রমূখ।
উল্লেখ্য, বেরাইদ ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবলের এটি চতুর্থ আসর। গেল তিন বছরের ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হলো টুর্নামেন্টটি। রাজধানীর ২০টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট শুরু হয়েছিল গত ৯ জানুয়ারি। দুই মাস পর টুর্নামেন্টের সফল সমাপ্তি হলো আজ। এ ধারাবাহিকতায় টুর্নামেন্টটি আগামীতেও মাঠে গড়াবে বলে জানান আয়োজকরা।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৬
এসকে/এমএমএস