ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয়বঞ্চিত হয়েছে জায়ান্ট দল ম্যানচেস্টার সিটি। নরউইচ সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সিটিজেনরা।
নরউইচের মাঠে আতিথ্য নিয়ে কোনো গোলের দেখা না পাওয়া ম্যানসিটির হয়ে মাঠে নামেন অতামেন্ডি, সার্জিও আগুয়েরো, ফার্নান্দিনহো, সিলভার মতো তারকারা। দ্বিতীয়ার্ধে পাবলো জাবালেতা, ইহেনাচো আর রাহিম স্টারলিংরা মাঠে নেমেও সিটিজেনদের গোলের স্বাদ পাইয়ে দিতে পারেননি।
এ ম্যাচে জিততে না পারা সিটিজেনরা পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে। ২৯ ম্যাচে তাদের সংগ্রহ ৫১ পয়েন্ট। শীর্ষে থাকা লিচেস্টার সিটির পয়েন্ট ৬০। দুইয়ে থাকা টটেনহামের সংগ্রহ ৫৫ আর তিন নম্বরে অবস্থান করা আর্সেনালের পয়েন্ট ৫২।
বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, ১২ মার্চ ২০১৬
এমআর