ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

এভারটনের কাছে হেরে চেলসির বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
এভারটনের কাছে হেরে চেলসির বিদায় ছবি: সংগৃহীত

ঢাকা: রোমেলু লুকাকুর জোড়া গোলে চেলসিকে ২-০ ব্যবধানে হারালো এভারটন। ফলে এফএ কাপের সেমিফাইনালে জায়গা করে নিল এভারটন।

খেলার শেষ দিকে দু’দলেরই একজন করে ক্রিকেটার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

শনিবার গদিসন পার্কে সেমিতে যাওয়ার লড়াইয়ে খেলতে নামে দু’দল। আর ম্যাচের ৭৭ ও ৮২ মিনিটে সাবেক ক্লাব চেলসির জালে জোড়া গোল করে বসেন লুকাকু।

এদিকে ৮৪ মিনিটে চেলসি স্ট্রাইকার দিয়েগো কস্তা ও ৮৭ মিনিটে এভারটন ফুটবলার গ্যারেথ ব্যারে দ্বিতীয়বার ফাউল করলে রেফারি তাদের লাল কার্ড দেখিয়ে মাঠা ছাড়া করান।

চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনটি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লো চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে তারা রয়েছে দশে। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতে প্যারিস সেন্ট জার্মেইর কাছে দুই লেগেই পরাজিত হয়ে আসর থেকে বাদ পড়েছে গ্যাস হিদিঙ্কের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।