ঢাকা: লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৩-০ ব্যবধানের সহজ জয় পেল অ্যাতলেটিকো মাদ্রিদ। দলের হয়ে একটি করে গোল করেন সাউল, অ্যান্তোনিও গ্রিজম্যান ও অ্যাঞ্জেল কোরেয়া।
শনিবার রাতে ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে দেপোর্তিভোকে আতিথিয়েতা জানায় অ্যাতলেটিকো। আর খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে দারুণ আধিপত্য দেখিয়ে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা।
খেলার ১৮ মিনিটে সাউলের গোলে লিড পায় অ্যাতলেটিকো। তবে দ্বিতীয় গোলটি আসে বিরতির পর। দারুণ ফর্মে থাকা গ্রিজম্যান ৬০ মিনিটে গোল করে লিড দ্বিগুন করেন। আর খেলার ৮৩ মিনিটে কোরেয়া গোল করলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে সিমিয়ন শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৬
এমএমএস