ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

মরিনহোকে ছাপিয়ে লঁরা ব্লাঁ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
মরিনহোকে ছাপিয়ে লঁরা ব্লাঁ ছবি : সংগৃহীত

ঢাকা: এতোদিন বলা হচ্ছিল, মৌসুম শেষেই লুইস ফন গালের স্থলাভিষিক্ত হতে পারেন হোসে মরিনহো। কিন্তু এবার নাটকে পুরোই ভিন্নমাত্রা যুক্ত হলো! নতুন করে গুঞ্জন উঠছে, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার দৌড়ে নাকি পিএসজির লঁরা ব্লাঁ-ই ফেভারিট।



ব্রিটিশ দৈনিক ‘দ্য ডেইলি স্টার’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। তাহলে মরিনহোর কী হবে! স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ কে ওল্ড ট্রাফোর্ডে দেখা যাবে না? বলা বাহুল্য, চেলসির বাজে পারফরম্যান্সের জের ধরে মৌসুমের মাঝপথে কোচের পদ থেকে বরখাস্ত হন মরিনহো।

সূত্রমতে, সাবেক ম্যানইউ ডিফেন্ডারই তার সাবেক ক্লাবের দায়িত্ব নিতে যাচ্ছেন। খেলোয়াড়ী জীবনের শেষভাগে (২০০১-০৩) রেড ডেভিলসদের জার্সি গায়ে জড়িয়েছিলেন লঁরা ব্লাঁ। ২০০৩ সালে ইংলিশ জায়ান্টদের হয়ে প্রফেশনাল ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন ফ্রান্সের হয়ে ৯৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এ ডিফেন্ডার।

এদিকে, গত মৌসুমের পর এবারও লঁরা ব্লাঁর পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব থেকে বিদায় নিয়েছে চেলসি। বলা যায়, ফ্রেঞ্চ কোচের অধীনে আরো দুর্দান্ত হয়ে উঠছে ফরাসি চ্যাম্পিয়নরা।

২০১৩ সালে পিএসজির কোচের দায়িত্ব দায়িত্ব নেন লঁরা ব্লাঁ। তার হাত ধরে টানা তিন মৌসুমে লিগ শিরোপা জয়ের পথে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ঘরোয়া লিগে অপ্রতিরোধ্য হলেও পিএসজির লক্ষ্য এবার ইউরোপ জয়। চলতি মৌসুমে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অন্যান্য পরাশক্তিদের সঙ্গে ফ্রেঞ্চ জায়ান্টদেরও ফেভারিট ভাবা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।