ঢাকা: জ্লাতান ইব্রাহিমোভিচের ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানোর গুজবে বাড়তি হাওয়া লাগলো! এবার নতুন করে গুঞ্জন উঠছে, সুইডিশ তারকাকে দলে ভেড়াতে বিশাল অঙ্কের প্রস্তাব দিতে প্রস্তুত ইংলিশ জায়ান্টরা।
ব্রিটিশ ট্যাবলয়েড দৈনিক ‘দ্য ডেইলি স্টার’র বরাত দিয়ে গোল ডট কম জানায়, দু’বছরের চুক্তিতে ইব্রাহিমোভিচকে দলে টানতে চাইছে ম্যানইউ।
চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে ৩৪ বছর বয়সী ইব্রার চুক্তির মেয়াদ শেষ হবে। ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের সঙ্গে তিঁনি আর চুক্তি নবায়নও করছেন না। এর আগে গুজব ছড়ায়, হোসে মরিনহো ম্যানইউর কোচ হলে ইব্রাও ওল্ড ট্রাফোর্ডে যোগ দিতে পারেন। তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়। সামার ট্রান্সফার উইন্ডোতেই হয়তো সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে!
সূত্রমতে, আর্সেনালও ইব্রার প্রতি আগ্রহী। কিন্তু আর্থিক দিক বিবেচনায় গানারদের টপকানোর ব্যাপারে আশাবাদী রেড ডেভিলসরা।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
আরএম