ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ক্যাম্প ন্যু’র বদলে ইয়োহান ক্রুইফ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
ক্যাম্প ন্যু’র বদলে ইয়োহান ক্রুইফ! ছবি: সংগৃহীত

ঢাকা: বদলে যাচ্ছে বার্সেলোনার স্টেডিয়ামের নাম! ক্যাম্প ন্যু বদলে হচ্ছে সদ্যই প্রয়াত হওয়া নেদারল্যান্ডসের ইয়োহান ক্রুইফের নামে! এমনই একটি খবর প্রকাশ করেছে কাতালান দৈনিক ‘স্পোর্ট’। দৈনিকটির মতে বার্সা সমর্থকরা দলটির সাবেক কিংবদন্তির নামে স্টেডিয়ামের নতুন নামকরণ চায়।



আগামী বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনায় বসবে বার্সেলোনা। যেখানে ক্রুইফের মৃত্যু পরবর্তী সংবর্ধণা কিভাবে দেওয়া যায় তা নিয়েও আলোচনা হবে। গত সপ্তাহে দীর্ঘ দিনের ক্যান্সারের কাছে হার মেনে ৬৮ বছর বয়সে মারা যান এ ডাচ কিংবদন্তি।

খেলোয়াড়ি জীবনে ক্রইফ বার্সার হয়ে দুটি শিরোপা জয়ের পাশাপাশি দলটির খেলার ধরনই পাল্টে দেন। এছাড়া কাতালানদের কোচ থাকাকালীন তিনি দলটির হয়ে ১১টি শিরোপা জেতেন।

এদিকে ক্রুইফের নামে স্টেডিয়াম করার ব্যাপারে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে তার নিজ দেশের ফুটবল সংস্থা ‘কেএনভিবি’। সংস্থাটির সভাপতি জানান, আমস্টারডাম অ্যারিনার নাম করা হবে ক্রুইফ অ্যারিনা। আর এই কিংবদন্তিকে স্মরণ রাখার জন্য এর থেকে বড় কিছু হতে পারে না।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।