ঢাকা: ভারতের উড়িষ্যা রাজ্যের ভূবনেশ্বরে অনুষ্ঠানরত নবম কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভালের এলিট ক্যাটাগরির সপ্তম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ৯ জনের সাথে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম চার পয়েন্ট, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিটেড মাস্টার সোহেল চৌধুরী ও যোয়ার হক প্রধান সাড়ে তিন পয়েন্ট ও ফিদে মাস্টার ইউনুস হাসান তিন পয়েন্ট অর্জন করেছেন।
সপ্তম রাউন্ডের খেলায় জিয়া ভারতের দুলিপালা বালা চন্দ্র প্রসাদকে, নাসির ভারতের শুভায়ন কুন্ডকে ও যোয়ার মোহাম্মদ হাসানকে পরাজিত করেন। আমিন ভারতের ভারত কল্যাণের সাথে এবং ইউনুস ভারতের বার্ধান নাগপালের সাথে ড্র করেন। সোহেল ভারতের আওদি আমিনার কাছে হেরে যান।
এদিকে, উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠানরত বিশ্বকাপ দাবার কোয়ালিফায়িং এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপ (ওপেন ও মহিলা চ্যাম্পিয়নশিপস) দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ২ খেলায় ১ পয়েন্ট এবং মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ২ খেলায় আধা পয়েন্ট পেয়েছেন। দ্বিতীয় রাউন্ডের খেলায় মিনহাজ ভারতের গ্র্যান্ড মাস্টার সেতুরামানের কাছে এবং শিরিন ইরানের মহিলা গ্র্যান্ড মাস্টার হেজাজিপোর মিত্রার কাছে হেরে যান।
বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, ২৮ মে ২০১৬
এমআর