ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

আম্পায়ার্স হকিতে সাবের আলী ও নান্নাদা হকির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
আম্পায়ার্স হকিতে সাবের আলী ও নান্নাদা হকির জয় ছবি: সংগৃহীত

ঢাকা: বুধবার থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে ‘দ্বিতীয় মীর্জা ফরিদ স্মৃতি আম্পায়ার্স হকি টুর্নামেন্ট-২০১৬’। এই টুর্নামেন্ট চলবে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

প্রথম খেলায় মীর সাবের আলী হকি দল ৯-৮ গোলে শেখ নুরুল ইসলাম হকি দলকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় নান্নাদা হকি দল ১৭-৯ গোলে নাজিমউদ্দিন মোল্লা হকি দলকে পরাজিত করে।

এবারের আম্পায়ার্স হকি টুর্নামেন্টে ৬টি দল অংশ নিয়েছে। ৬টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। দুটি গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে। আর সেমিফাইনালের বিজয়ী দুটি দল ২৭ জুলাই শিরোপা নির্ধারণী ফাইনালে অংশ নেবে।

মীর্জা ফরিদ স্মৃতি আম্পায়ার্স হকির ‘ক’ গ্রুপে রয়েছে আব্দুল মালেক চুন্নু হকি ফাইভ, শেখ নুরুল ইসলাম হকি ফাইভ ও মীর সাবের আলী হকি ফাইভ। ‘খ’ গ্রুপে রয়েছে সাব্বির ইউসুফ হকি ফাইভ, নান্না দা হকি ফাইভ ও নাজিম উদ্দিন মোল্লা হকি ফাইভ।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ২১ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।