ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ব্রাজিলের পথে শ্যুটিং ও অ্যাথলেটিক দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
ব্রাজিলের পথে শ্যুটিং ও অ্যাথলেটিক দল

ঢাকা: বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় মহাযজ্ঞ ‘অলিম্পিক গেমস-২০১৬’ এর সঙ্গে সময়ের দূরত্ব মাত্র ৪ দিনের। আসরকে সামনে রেখে সোমবার (০১ আগস্ট) ভোর ছয়টায় ব্রাজিলের উদ্দ্যেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশের সুংমিং ও অ্যাথলেটিক দল।


 
তিন ধাপে ব্রাজিল যাচ্ছেন অংশগ্রহণকারী বাংলাদেশের সাত ক্রীড়াবিদ, কোচএবং অফিসিয়াল মিলে ১৬ সদস্যের টিম। এ যাত্রায় সবার আগে দেশ ছেড়েছে শ্যুটিং দল। রোববার (৩১ জুলাই) রাতে রিও ডি জেনিরোর বিমানে চড়েছেন প্রথমবারের মতো অলিম্পিকের টিকিট পাওয়া আব্দুল্লাহ হেল বাকি। ফ্লাই অ্যামিরেটসের রাত সাড়ে নয়টার ফ্লাইটে কুড়ি ঘণ্টার যাত্রাপথে এই শ্যুটারের সঙ্গী হয়েছেন ডেনিশ কোচ ক্লাউস ক্রিশ্চিয়ান এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ। এই যাত্রায় দুবাইয়ে ৬ ঘণ্টার বিরতি নিতে হচ্ছে তাদের।
 
দ্বিতীয় ধাপে ব্রাজিলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে সুইমিং ও অ্যাথলেটিক দল। দল দুটো একই সঙ্গে ঢাকা ছেড়েছে। তুরস্কে তিন ঘণ্টার ট্রানজিট পেরিয়ে রিও যাচ্ছেন দেশের সবচেয়ে দ্রুতগতির মানব-মানবী মেজবাহ আহমেদ ও শিরীন আক্তার, কোচ শহিদুল ইসলাম, দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পা। অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
 
তবে একদিন পর মঙ্গলবার (০২ আগস্ট) ব্রাজিল যাচ্ছে আরচ্যারি দল। কাতার এয়ারলাইন্সের সকাল নয়টার ফ্লাইটে যাত্রা করবেন তিরন্দাজ শ্যামলী রায় ও কোচ নিশীথ দাশ। একই দিনে রিও’র উদ্দেশ্যে থাইল্যান্ড থেকে যাত্রা করবেন সরাসরি অলিম্পিকের টিকিট পাওয়া দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। সিদ্দিকুরের সাথে যাচ্ছেন তার কেডি।
 
অলিম্পিকে অংশ নিতে যাওয়া সাতজনের মধ্যে ছয়জনের জন্য অলিম্পিকে অংশগ্রহণটা এবার প্রথম হলেও সাগরের জন্য এটা দ্বিতীয় উপলক্ষ্য। ২০১২ লন্ডন অলিম্পিকে অংশ নিয়েছিলেন এই সাঁতারু।
 
বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ০১ আগস্ট, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।