ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

অলিম্পিকের উদ্বোধনীতে থাকছেন না পেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
অলিম্পিকের উদ্বোধনীতে থাকছেন না পেলে

ঢাকা: রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ফুটবলের কিংবদন্তী পেলে। ঘরের মাঠে ‘গ্রেটেস্ট শো অন আর্থের’ ৩১তম আসরের কিছুক্ষণ বাদেই পর্দা উঠলেও শারীরিক সমস্যার কারণে উপস্থিত হতে পারছেন না এ লিজেন্ড।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে ৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে আন্তর্জাতিক ক্রীড়াজগতের সবচেয়ে বড় এ আসর। এবারের প্রতিযোগিতায় রেকর্ড সংখ্যক ২০৭টি দেশ অংশ নিচ্ছে। প্রথমবার অংশ নিচ্ছে কসোভো ও দক্ষিণ সুদান। গ্রীষ্মকালীণ অলিম্পিকের এ আসরে লড়বেন সাড়ে ১০ হাজারের বেশি ক্রীড়াবিদ, যা আরেকটি রেকর্ড।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।