ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

খেলা

চাঁপাইনবাবগঞ্জে হ্যান্ডবল খেলোয়াড় বাছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জে হ্যান্ডবল খেলোয়াড় বাছাই

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় ও জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে হ্যান্ডবল খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়।

এতে ৪৯ জন খেলোয়াড়ের মধ্যে ১৪ জন ছেলে ও ১৪ জন মেয়েকে নির্বাচিত করা হয়।

৬ দিনের প্রশিক্ষণের পর ৭জন ছেলে ও ৭জন মেয়েকে পরবর্তী প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হবে।

হ্যান্ডবল খেলোয়াড় বাছাইয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী সদস্য মোকবুল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম প্রমূখ।

লেভেল-২ কোচ (ছেলে) মীর খাইরুজ্জামান এবং কোচ (মেয়ে) হায়দার আলী বাছাই এর দায়িত্ব পালন করেন। তাদের সহযোগিতা করেন স্থানীয় কোচ ওয়াহিদুল ইসলাম ও সম্রাট। সার্বিক দায়িত্ব পালন করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শেখ আহসান হাবিব।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৬
এমআরপি/এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।