ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

নড়াইলে ভারোত্তোলন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
নড়াইলে ভারোত্তোলন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইলঃ নড়াইলে তৃণমূল পর্যায়ে প্রতিভাবান ভারোত্তোলন খেলোয়াড় খোঁজার লক্ষ্যে ৭দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) দুপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের তৃণমূল পর্যায় প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় সমন্বয়কারী শাহ জালাল মুকুল প্রমুখ। এ প্রশিক্ষণে ১৬ জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেছে।

নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ শুরু হয়েছে।


বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৬
এমএমএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।