ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

চাঁপাইনবাবগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণের সমাপনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণের সমাপনী ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় ও জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বুধবার (৩১ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে হ্যান্ডবল প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা , বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।

আর উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শেখ আহসান হাবিব,জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হুমায়ন কবির,লেভেল-২ কোচ (ছেলে) মীর খাইরুজ্জামান এবং (মেয়ে) হায়দার আলী, স্থানীয় কোচ ওয়াহিদুল ইসলাম,সম্রাট,তারিকুল ইসলাম, কামাল, শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।