ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

বগুড়ায় ফুটবল টুর্নামেন্টে বসুন্ধরা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
বগুড়ায় ফুটবল টুর্নামেন্টে বসুন্ধরা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় রংধনু স্পোর্টিং ক্লাবের আয়োজনে পঞ্চম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বসুন্ধরা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
 
ট্রাইব্রেকারে ৪-৩ গোলে রাইজিং ক্লাবকে পরাজিত করে স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার এ গৌরব অর্জন করে।


 
সোমবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের বৃন্দাবনপাড়া রাইজিং ক্লাব খেলার মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
 
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল রাজি জুয়েল।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও পৌর আ.লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ খান রনি।
 
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন- জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস।
 
এছাড়া অনুষ্ঠানে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদ মেজবাহ, ইজিবাইক মালিক সমিতির সভাপতি হারুনুর রশিদ হারুন ও ছাত্রলীগ নেতা রিফাত ফুয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।
  
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
এমবিএইচ/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।