ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ছোটো পর্দায় প্রথম উন্মুক্ত টেনিস টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
ছোটো পর্দায় প্রথম উন্মুক্ত টেনিস টুর্নামেন্ট

ঢাকা: বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় গত শনিবার থেকে শুরু হয়েছে ‘প্রথম উন্মুক্ত টেনিস টুর্নামেন্ট-২০১৬। ’ এই প্রতিযোগিতা চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

ইতোমধ্যে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল শেষ হয়েছে। বুধবার (০৭ সেপ্টেম্বর) সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
 
মঙ্গলবার রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে পুরুষ এককের প্রতিযোগিতার টপ সীড ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের শ্রী অমল রায় ৬-৪, ৬-২ গেমে এলিট টেনিস একাডেমির ফারুক হোসেনকে, জাতীয় টেনিস কমপ্লেক্সের দেলোয়ার হোসেন ৬-৪, ৬-২ গেমে ইন্টারন্যাশনাল ক্লাবের রঞ্জন রামকে, নোভা নরডিক ফার্মার দীপু লাল ৭-৬, ৬-১ গেমে পাবনা স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবের মামুন বেপারীকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়।
 
এদিকে, মহিলা এককে বিকেএসপির আফরানা ইসলাম প্রিতি ৬-৩, ৬-৩ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের রাজনিতা চৌধুরীকে, বিকেএসপির শাহ সাফিনা লাক্সমি ৬-২, ৬-০ গেমে বিকেএসপির ইতি আক্তারকে, আনসার ভিডিপির আয়েশা সুলতানা ৬-২, ৬-২ গেমে এলিট টেনিস একাডেমির রাইসা হায়দার লোলোকে এবং বিকেএসপির পপি আক্তার ৭-৫, ৬-৪ গেমে বিকেএসপির জেরিন সুলতানাকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়।
 
বালিকা একক ১২ বছর গ্রুপে এলিট টেনিস একাডেমির শ্রাবনী বিশ্বাস জুই ৬-১, ৭-৫ গেমে একই একাডেমির রাইসা হায়দার লোলোকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়।

প্রথম উন্মুক্ত টেনিস টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রমনাস্ত জাতীয় টেনিস কমপ্লেক্স থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে চ্যানেলটি।
 
এই প্রতিযোগিতায় ১৩টি ইভেন্টে ফেডারেশনের অ্যাফিলিয়েটেড ক্লাব ও সংস্থাগুলো থেকে দুই শতাধিক খেলোয়াড় অংশ নিয়েছেন।
 
ইভেন্টগুলো হলো: (১) পুরুষ একক, (২) পুরুষ দ্বৈত, (৩) মহিলা একক,  (৪) বালক একক অনূর্ধ্ব-১৮, (৫) বালিকা একক অনূর্ধ্ব-১৮, (৬) বালক একক অনূর্ধ্ব-১৪, (৭) বালিকা একক অনূর্ধ্ব-১৪, (৮) বালক একক অনূর্ধ্ব-১২, (৯) বালিকা একক অনূর্ধ্ব-১২, (১০) বালক একক অনূর্ধ্ব-১০ (১১) বালিকা একক অনূর্ধ্ব-১০, (১২) বালক একক অনূর্ধ্ব-৮ ও (১৩) বালিকা একক অনূর্ধ্ব-৮।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।