ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

বিশ্ব দাবা অলিম্পিয়াডে দুই বিভাগে পরাজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
বিশ্ব দাবা অলিম্পিয়াডে দুই বিভাগে পরাজয়

ঢাকা: আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠানরত ৪২তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের ওপেন বিভাগের পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশের উভয় দলই হেরে গেছে। ওপেন বিভাগে বাংলাদেশ দল ০.৫-৩.৫ পয়েন্টে ১৩ নং সিডেড জার্মানীর কাছে পরাজিত হয় এবং মহিলা দল ২.৫-১.৫ পয়েন্ট মালদোভার কাছে হেরে যায়।

পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে কেবলমাত্র গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৪৩৯) জার্মানির গ্র্যান্ড মাস্টার বুহমান রাইনেরের (রেটিং-২৬৪০) সাথে ড্র করেন।

গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৪৩১) গ্র্যান্ড মাস্টার নিসিপিয়ানু লিভিউ দিয়েতারের (রেটিং-২৬৮৭) কাছে, গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব (রেটিং-২৪৮৮) গ্র্যান্ড মাস্টার মেইয়ার জর্জের (রেটিং-২৬৫৪) কাছে ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৫১২) গ্র্যান্ড মাস্টার ব্লুরাউম মেথিয়াসের কাছে (রেটিং-২৬২৬) হেরে যান। ওপেন বিভাগে বাংলাদেশ দল ৬ ম্যাচ পয়েন্ট ১৩ গেম পয়েন্ট পেয়েছে।

অপরদিকে মহিলা বিভাগের খেলায় মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-২০০২) মালদোভার আন্তর্জাতিক মাস্টার পেটরেনকো সভেটলানাকে (রেটিং-২১৭৬) পরাজিত করেন এবং মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা (রেটিং-১৯৬৫) মহিলা গ্র্যান্ড মাস্টার পারটেক এলিনার (রেটিং-২০৮৬) সাথে ড্র করেন।

আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা (রেটিং-২১২৯) আন্তর্জাতিক মহিলা মাস্টার বাকিউ দিয়ানার (রেটিং-২২৭৯) কাছে ও মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ (রেটিং-১৯৯৩) মহিলা ফিদে মাস্টার গিতু পাওলা আলেকজান্দ্রার (রেটিং-১৮৯২) কাছে হেরে যান।   মহিলা দল ৫ খেলায় ৪ ম্যাচ পয়েন্ট ও ৯ গেম পয়েন্ট পেয়েছে। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেলে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে। ষষ্ঠ রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের সাথে এবং বাংলাদেশ মহিলা দল মরোক্কোর মহিলা দলের সাথে খেলবে।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।