ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের তাসলিমার বাবাকে মারধর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের তাসলিমার বাবাকে মারধর

ময়মনসিংহ: এএফসি অনুর্ধ্ব-১৬ বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য তাসলিমার বাবা সবুজ মিয়াকে (৪৫) মারধর করেছেন স্থানীয় কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক জোবেদ আলী তালুকদার।

বুধবার (০৭ সেপ্টেম্বর) রাতে কলসিন্দুর মধ্যবাজার এলাকায় তাসলিমার বাবাকে লাঞ্ছিত করেন শিক্ষক জোবেদ আলী ও তার সহযোগীরা।

তাসলিমার বাবা সবুজ মিয়া বাংলানিউজের কাছে অভিযোগ করে বলেন, সংবর্ধনা ও সাফ ফুটবলের চ্যাম্পিয়নশিপ খেলার ব্যস্ততা থাকার কারণে ৪৫তম গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের হয়ে জাতীয় দলের ৯ নারী ফুটবলার খেলার বিষয়ে অপারগতা প্রকাশ করে।

এতে ফুটবলারদের অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন ওই শিক্ষক জোবেদ আলী।

পরবর্তীতে এ নিয়ে স্থানীয় কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিকক্ষের সঙ্গে আলাপের জের ধরে রাত ৮টার দিকে শিক্ষক জোবেদ আলী ও তার সহযোগীরা তাকে মারধর করেন।

এর আগে বুধবার (০৭ সেপ্টেম্বর) ঢাকা থেকে ধোবাউড়াগামী একটি লোকাল বাসে বাংলাদেশের নারী ফুটবলে ইতিহাস সৃষ্টিকারী সোনালী মেয়েদের বাড়ি ফিরতে হয়। যাত্রা পথে বিভিন্ন স্থানে কটূক্তি আর অশ্লীল বাক্যও শুনতে হয় তাদের। লোকাল বাসের ঘটনা নিয়ে যখন সারাদেশে তোলপাড় হচ্ছে তখনই তাসলিমার বাবাকে মারধরের ঘটনা ঘটলো।

এ প্রসঙ্গে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভুঁইয়া সাংবাদিকদের বলেন, ধোবাউড়া থানার ওসিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম জানান, এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে অভিযুক্তদের কাউকেই সেখানে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
এমএএএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।