ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ওপেন বিভাগে ছেলেদের ড্র, মেয়েদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
ওপেন বিভাগে ছেলেদের ড্র, মেয়েদের জয়

ঢাকা: আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডের ষষ্ঠ রাউন্ডে উন্মুক্ত বিভাগে ড্র করেছে বাংলাদেশের ছেলেরা। তবে, মহিলা বিভাগে জিতেছে বাংলাদেশ নারী দল।

উন্মুক্ত বিভাগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ২-২ পয়েন্টে ড্র করে বাংলাদেশ। দলের হয়ে খেলা চার গ্র্যান্ডাস্টারের মধ্যে জিয়াউর রহমান ও নিয়াজ মোর্শেদ জিতলেও হেরেছেন এনামুল হোসেন রাজীব ও আব্দুল্লাহ আল রাকিব।

মেয়েদের বিভাগে বাংলাদেশ ৪-০ পয়েন্ট ব্যবধানে হারিয়েছে মরক্কোকে। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা, শারমিন সুলতানা শিরিন ও দুই মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ও জাকিয়া সুলতানা জিতেছেন।

উন্মুক্ত বিভাগে ৭ ম্যাচ পয়েন্ট নিয়ে ১৮০ দেশের মধ্যে ৫২তম স্থানে রয়েছে বাংলাদেশের ছেলেরা। সপ্তম রাউন্ডে সার্বিয়ার বিপক্ষে খেলবে তারা। এদিকে, মেয়েদের বিভাগে ৬ ম্যাচ পয়েন্ট নিয়ে ১৪০ দেশের মধ্যে ৬৬তম স্থানে থাকা বাংলাদেশ সপ্তম রাউন্ডে জর্ডানের বিপক্ষে খেলবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।