ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

জর্ডানের বিপক্ষে শিরিন-ইভা-রানী হামিদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
জর্ডানের বিপক্ষে শিরিন-ইভা-রানী হামিদের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠানরত বিশ্ব দাবা অলিম্পিয়াডের সপ্তম রাউন্ডের খেলায় মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল ৩-১ পয়েন্টে জর্ডানকে পরাজিত করেছে। তবে, ওপেন বিভাগে বাংলাদেশ ১-৩ পয়েন্টে শক্তিশালী সার্বিয়ার কাছে হেরে যায়।

সপ্তম রাউন্ড শেষে মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল ৮ ম্যাচ পয়েন্ট ও ১৬ গেম পয়েন্ট পায়। এদিকে, ওপেন বিভাগে বাংলাদেশ দল ৭ ম্যাচ পয়েন্ট ও ১৬ গেম পয়েন্ট পেয়েছে।

সপ্তম রাউন্ডের খেলায় মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-২০০২) জর্ডানের মহিলা ফিদে মাস্টার বোশরা আলসায়েবীকে (রেটিং-১৯৮৩), মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা (রেটিং-১৯৬৫) আন্তর্জাতিক মহিলা মাস্টার ফুয়াদ কামাল জামালিহ নাতালিকে (রেটিং-২০৬৪) এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ (রেটিং-১৯৯৩) রাজান আলসায়েবিকে (রেটিং-১৮৮৬) পরাজিত করেন।

আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা (রেটিং-২১২৯) মহিলা ফিদে মাস্টার আলাতার গায়েদার (রেটিং-১৯৬৪) কাছে হেরে যান।

ওপেন বিভাগে কেবল মাত্র গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৪৩১) সার্বিয়ার গ্র্যান্ড মাস্টার ইভানেশেভিচ ইভানের (রেটিং-২৬৫০) বিপক্ষে জয় পান। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৫১২) গ্র্যান্ড মাস্টার মার্কুস রবার্টের (রেটিং-২৬৬২) কাছে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন (রেটিং-২৪১৩) গ্র্যান্ড মাস্টার ইন্দিক আলেকজান্ডারের (রেটিং-২৫৪৮) কাছে এবং গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৪৩৯) গ্র্যান্ড মাস্টার মার্কোভিচ মিরোশ্লাভের (রেটিং-২৪৫৯) কাছে হেরে যান।

অষ্টম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল দক্ষিণ কোরিয়ার সাথে এবং মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল অস্ট্রিয়ার মহিলা দলের বিপক্ষে খেলবে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।