ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

জিয়াদের জয়ের দিন হেরেছে ইভারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
জিয়াদের জয়ের দিন হেরেছে ইভারা ছবি: সংগৃহীত

ঢাকা: আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠানরত ৪২তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের অষ্টম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল ৪-০ পয়েন্টে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে এবং মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল ১.৫-২.৫ পয়েন্টে অস্ট্রিয়ার কাছে হেরে যায়।

অষ্টম রাউন্ড শেষে ওপেন বিভাগে বাংলাদেশ ৯ ম্যাচ পয়েন্ট ও ২০ গেম পয়েন্ট এবং মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল ৮ ম্যাচ পয়েন্ট ও ১৭.৫ গেম পয়েন্ট পেয়েছে।

অষ্টম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব রেটিং-২৪৮৮), গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৫১২), আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন (রেটিং-২৪১৩) ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৪৩৯) যথাক্রমে দক্ষিণ কোরিয়ার ফিদে মাস্টার লি জুন হায়োক (রেটিং-২২৩৮), কিম ইনগু (রেটিং-১৯১৮), চোন ইয়াংজোন (রেটিং-২০২৫) ও কাউ সেইউয়িনকে (রেটিং-২১১১) পরাজিত করেন।

এদিকে, মহিলা বিভাগের খেলায় মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা (রেটিং-১৮৮৩) অস্ট্রিয়ার মহিলা ফিদে মাস্টার হাপালা এলিজাবেথকে (রেটিং-২০২১) পরাজিত করেন এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ (রেটিং-১৯৯৩) মহিলা ফিদে মাস্টার সেনেগ আনা লিনার (রেটিং-২১৩৩) সাথে ড্র করেন। শারমীন সুলতানা শিরিন (রেটিং-২০০২) মহিলা গ্র্যান্ড মাস্টার থেইসল পোকোরনা রেজিনার (রেটিং-২৩৩১) কাছে এবং মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা (রেটিং-১৯৬৫) মহিলা ফিদে মাস্টার এক্সলের ভেরোনিকার (রেটিং-২২২০) কাছে হেরে যান।

নবম রাউন্ডে ওপেন বিভাগে বাংলাদেশ দল ক্রোশিয়ার সাথে এবং মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল হংকংয়ের মহিলা দলের সাথে খেলবে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।