ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

২৬ সেপ্টেম্বর থেকে মহিলা হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
২৬ সেপ্টেম্বর থেকে মহিলা হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু

ঢাকা: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং প্রাণ-আরএফএল’র পৃষ্ঠপোষকতায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ট্রিট ষষ্টদশ কলেজ মহিলা হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।
 
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠান পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর এ কথা জানান।


 
সংবাদ সম্মেলনে কোহিনূর বলেন, টুর্নামেন্টটি ঢাকা কেন্দ্রিক। এতে রাজধানীর মোট ১৩টি কলেজ অংশগ্রহণ করবে। আগামী ২৬ সেপ্টেম্বর হ্যান্ডবল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার টুর্নামেন্টের উদ্বোধন করবেন। চারটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
 
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কামরুন নাসার ডানা বলেন, সাধারণত রাজধানীর মেয়েরা এ টুর্নামেন্টের মাধ্যমে মাঠে আসার সুযোগ পাবে। আমরা চাই শুধু হ্যান্ডবল নয় মেয়েরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে মাঠে আসুক এবং দেশের মুখ উজ্জল করুক। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।
 
শারীরিক বিকাশে খেলার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, খেলার মাধ্যমে যেমন শারীরিক বিকাশ ঘটে থাকে, তেমনি মেধারও বিকাশ ঘটে। এজন্য পড়ালেখার পাশাপাশি মেয়েরা যেন বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পারে সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
 
প্রাণ-আরএফএল’র ব্র্যান্ড ম্যানেজার শাখওয়াত আহম্মেদ শাকি বলেন, আমরা বিভিন্ন সময় ভালোর সঙ্গে যুক্ত ছিলাম, থাকবো। বিশেষত খেলার দিকে আমাদের রয়েছে বিশেষ নজর। আমরা খেলাকে সর্বাত্মক গুরুত্ব দিয়ে থাকি। এবার হ্যান্ডবল টুর্নামেন্টটি পরিচালনার জন্য আমাদের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দেওয়া হচ্ছে।  

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক নূরুল ইসলাম, প্রাণ কনফেকশনারি লি. এর সহকারী ব্র্যান্ড ম্যানেজার ফারাজ হোসেন রুম্মনসহ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২,২০১৬
এসজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।