ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

হ্যান্ডবলের প্রথম ম্যাচে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
হ্যান্ডবলের প্রথম ম্যাচে বাংলাদেশের হার ছবি:সংগৃহীত

ঢাকা: অনূর্ধ্ব-২১ হ্যান্ডবল প্রতিযোগিতায় হার দিয়ে শুরু করলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়া বাংলাদেশের যুবারা দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি।

ফলে আইএইচএফ ট্রফি হ্যান্ডবলে স্বাগতিকদের শুরুটা হয়েছে ৫১-৩১ গোলের হার দিয়ে।

রোববার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ২৫-১৫ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ।

গ্রুপ ‘বি’তে থাকা বাংলাদেশ আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে । শেষ চারে উঠতে হলে এ ম্যাচের জয়ের কোনো বিকল্প নেই।

অধিনায়ক মোহাম্মদ ইমরান ভারত ম্যাচের ব্যর্থতা শুধরে শ্রীলঙ্কাকে হারাতে চান।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।