ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

বিকেএসপিতে বাস্কেটবল টুর্নামেন্ট শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
বিকেএসপিতে বাস্কেটবল টুর্নামেন্ট শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: বিকেএসপি’র জিমন্যাসিয়ামে অনূর্ধ-১৮ অকো ট্যাক্স-বিকেএসপি কাপ বাস্কেটবল টুর্নামেন্ট-২০১৬ এর শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান, বিজিবিএম,পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

সোমবার (০৭ নভেম্বর) বিকেএসপি কাপ বাস্কেটবল টুর্নামেন্ট-২০১৬’র উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান অকো ট্যাক্স গ্রুপের এজিএম (প্রশাসন) জনাব মো: সাইদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিকেএসপি’র পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব এবিএম রুহুল আজাদ, পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোঃ মোশারফ হোসেন মোল্লা ও কলেজের অধ্যক্ষ লে.কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ।

উদ্বোধনী খেলায় বিকেএসপি লাল দল চিটাগং ডিএসএ-কে ৪৪-৩০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে শুভ সূচনা করে। অংশগ্রহণকারী দলগুলো হলো বিকেএসপি লাল, বিকেএসপি সবুজ, গ্যাগোরিয়ান ক্লাব, চিটাগং ডিএসএ, রাজশাহী ডিএসএ, খুলনা ডিএসএ ও সেন্ট গ্যাগোরিজেস।

আগামীকাল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ০৭ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।