ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

ফেনীতে টেবিল টেনিস-কারাতে প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
ফেনীতে টেবিল টেনিস-কারাতে প্রশিক্ষণ সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনীতে টেবিল টেনিস ও কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পোশাক বিতরণ করা হয়েছে।

ফেনী: ফেনীতে টেবিল টেনিস ও কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষে শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পোশাক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ ও পোশাক বিতরণ করেন- ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দেবময় দেওয়ান।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবদুল মোতালেব হুমায়ুন চৌধুরীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ও সদস্য রিয়াদ আজিজ আহমেদ চৌধুরী রাজিব।

প্রবীণ ক্রীড়া শিক্ষক গোলাম হায়দার মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাহেদ উদ্দিন মিল্লাত ও সাংবাদিক দিলদার হোসেন স্বপন।

জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে ফেনীতে তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণের লক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১২টি প্রশিক্ষণ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।

এরই মধ্যে ৯টি প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন হয়েছে। টেবিল টেনিস ও কারাতে দু’টি ক্যাম্পে ১৬ জন করে ৩২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।