ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

পীরগঞ্জে টিভিকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
পীরগঞ্জে টিভিকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টিভিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সেতাবগঞ্জ আব্দুর রউফ চৌধুরী ফুটবল একাডেমি ৪-২ গোলে পরাজিত করে রানীশংকৈল আলী আকবর এমপি ক্রীড়াকে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টিভিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় সেতাবগঞ্জ আব্দুর রউফ চৌধুরী ফুটবল একাডেমি ৪-২ গোলে পরাজিত করে রানীশংকৈল আলী আকবর এমপি ক্রীড়াকে।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে রঘুনাথপুর ক্রীড়া উন্নয়ন সংঘের আয়োজনে খেলাটি অনুষ্ঠিত হয়।

এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা এমপি।

বিশেষ অতিথি ছিলেন-সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম ইফতেখারুল ইসলামসহ প্রমুখ।
 
বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।