ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বগুড়া প্রেসক্লাবের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। এতে ক্যারম, দাবা ও ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতায় ক্লাবের সদস্যরা অংশ নেন।

বগুড়া: বগুড়া প্রেসক্লাবের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। এতে ক্যারম, দাবা ও ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতায় ক্লাবের সদস্যরা অংশ নেন।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, আব্দুর রহিম বগরা, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বাবু, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত সানু, সাহিত্য সম্পাদক জেএম রউফ, ক্রীড়া সম্পাদক জাফর আহমেদ মিলন, পাঠাগার সম্পাদক তানসেন আলম, নির্বাহী সদস্য নাজমুল হুদা নাসিম, সাজ্জাদ হোসেন পল্লব, ক্রীড়া উপ কমিটির সদস্য এইচ আলিম, তোফাজ্জল হোসেন।

নক আউট পদ্ধতিতে ক্যারম ও দাবা প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু হয়েছে। ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এমবিএইচ/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।