ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কার্লসেনের তৃতীয় শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কার্লসেনের তৃতীয় শিরোপা ছবি: সংগৃহীত

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে শিরোপা অক্ষুন্ন রেখেছেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইর্য়কের ম্যানহাটনে রাশিয়ান গ্র্যান্ডমাস্টার সের্গেই কারইয়াকিনকে প্লে অফে হারিয়ে তিনি এ কৃতিত্ব অর্জন করেন।

ঢাকা: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে শিরোপা অক্ষুন্ন রেখেছেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইর্য়কের ম্যানহাটনে রাশিয়ান গ্র্যান্ডমাস্টার সের্গেই কারইয়াকিনকে প্লে অফে হারিয়ে তিনি এ কৃতিত্ব অর্জন করেন।

এ নিয়ে তৃতীয়বার বিশ্বসেরা হলেন ২৬ বছর বয়সী কার্লসেন। কারইয়াকিনের সঙ্গে ১২ রাউন্ডের লড়াইটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। দশ রাউন্ডই ড্র হয়। বাকি দুই রাউন্ডে দু’জন একবার করে জয়ের দেখা পাওয়ার ম্যাচে সমতা বিরাজ করে।

পরে চার রাউন্ডের র‌্যাপিড দাবায় খেলার নিষ্পত্তি ঘটে। এটি অনেকটা ফুটবলের টাইব্রেকারের মতো।

প্রথম দুই ম্যাচ ড্র করলেও তৃতীয় ও চতুর্থ ম্যাচে পেরে ওঠেননি কারইয়াকিন। তাতেই বিশ্ব চ্যাম্পিনশিপের মুকুট ধরে রাখেন কার্লসেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।