ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বরিশালে শুরু হয়েছে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
বরিশালে শুরু হয়েছে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা দাবার প্রতীকী ছবি

বরিশালে শুরু হয়েছে প্রথম এ্যাডভোকেট এনায়েত পীর খান স্মৃতি আর্ন্তজাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৬।

বরিশাল: বরিশালে শুরু হয়েছে প্রথম এ্যাডভোকেট এনায়েত পীর খান স্মৃতি আর্ন্তজাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৬।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে বরিশালের জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছয় দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বরিশাল চেস ক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অমৃত লাল দে দাবা প্রতিযোগিতার উদ্যোক্তা, বিশিষ্ট ব্যবসায়ী বিজয় কৃষ্ণ দে, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা আমির আলী রানা, চেস ক্লাবের সম্পাদক ফয়সাল জামিল তুহিন, শাহনেওয়াজ খান প্রমুখ।

গোল্ডেন স্পোর্টিং ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন দেশের স্বনামধন্য ৭০ প্রতিযোগী।

বরিশাল চেস ক্লাবের সহায়তায় এই প্রতিযোগিতা চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘন্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।