ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দিনাজপুরে রোলার স্কেটিং প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
দিনাজপুরে রোলার স্কেটিং প্রশিক্ষণ দিনাজপুরে রোলার স্কেটিং প্রশিক্ষণ

দিনাজপুরে শুরু হয়েছে রোলার স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্প।  রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের উদ্যোগে ও দিনাজপুর এসোসিয়েশনের সহযোগিতায় এই প্রশিক্ষণ শুরু হয়।

দিনাজপুর: দিনাজপুরে শুরু হয়েছে রোলার স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্প।  রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের উদ্যোগে ও দিনাজপুর এসোসিয়েশনের সহযোগিতায় এই প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণ ক্যাম্পে সারা দেশের ১৮টি জেলার ৬০ জন রোলার স্কেটিং খেলোয়াড়দের নিয়ে ৩০ দিনের প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ শেষে চূড়ান্ত পর্যায়ে মোট ৩০ জন খেলোয়াড় জাতীয় রোলার স্কেটিং প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ট্রেইনার মোঃ নওসিফ হোসেন, দিনাজপুরের কোচ মোঃ নুরুল ইসলাম (নুরু), সহকারী ট্রেইনার সাইফুল, পাভেল ইসলাম, সাগর।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।