ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দিনাজপুরে ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
দিনাজপুরে ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ দিনাজপুরে ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ-ছবি: বাংলানিউজ

দিনাজপুর সদর উপজেলার শিকদারহাট এলাকায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার শিকদারহাট এলাকায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৈয়দপুর মোল্লাপাড়া বিকাশমান কল্যাণ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে হাডুডু, দৌড়, বিস্কুট দৌড়সহ ২০ রকম প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-দিনাজপুর সদর উপজেলার ছয় নম্বর আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

এসময় আরও উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা আব্দুর সবুর, আব্দুস সামাদ ও আতিউর রহমান।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।