ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

অনুর্ধ্ব-১৪ ক্রিকেটে বিভাগীয় চ্যাম্পিয়নদের সাতক্ষীরায় অভ্যর্থনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
অনুর্ধ্ব-১৪ ক্রিকেটে বিভাগীয় চ্যাম্পিয়নদের সাতক্ষীরায় অভ্যর্থনা অনুর্ধ্ব-১৪ ক্রিকেটে বিভাগীয় চ্যাম্পিয়ন সাতক্ষীরার খেলোয়াড়দের অভ্যর্থনা

অনুর্ধ্ব-১৪ ক্রিকেটে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড়দের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শিরোপা নিয়ে সাতক্ষীরা পৌঁছানোর পরই তাদের অভ্যর্থনা জানান জেলার ক্রীড়া সংশ্লিষ্টরা। 
 

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান খেলোয়াড়দের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টি মুখ করান।

এসময় আরও উপস্থিত ছিলেন, বয়সভিত্তিক ক্রিকেটের খুলনা বিভাগীয় সিলেক্টর মুফাচ্ছিলুন ইসলাম তপু, সাতক্ষীরা জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলের ম্যানেজার কাজী কামরুজ্জামান, অনুধ্ব-১৪ ক্রিকেট দলের কোচ সাইফুল ইসলাম বাপ্পী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মান্নান, জেলা ফুটবল অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক বাপ্পী প্রমুখ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নড়াইল স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কুষ্টিয়া জেলা দলকে ৩৮ রানে পরাজিত করে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সৌম্য-মোস্তাফিজের জেলা সাতক্ষীরা।

বাংলাদেশ সময় ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।