জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।
এই প্রতিযোগিতার বিস্তারিত জানানোর জন্য শনিবার (১৪ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের এই প্রতিযোগিতায় ১৫টি জেলাসহ বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশের চার শতাধিক প্রতিযোগী অংশ নেবে। মার্শাল আর্টের জনপ্রিয় ইভেন্টগুলোতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে অবশ্য প্রাইজমানি থাকছে না। তবে বিভিন্ন ক্যাটাগরির স্বর্ণপদক জয়ী ১০০ জন খেলোয়াড়কে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। অন্যান্যদের মেডেল দেওয়া হবে।
রোববার সকাল সাড়ে দশটায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি হাসানুল হক ইনু, এমপি।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৭
এমআরপি